বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮

১৮টি ইউনিট কাজ করছে, ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী আহত

সচিবালয়ে অগ্নিকাণ্ড: আপডেট নিউজ, ২য় রাউন্ড

মো: জাকির হোসেন
<b>সচিবালয়ে অগ্নিকাণ্ড:  আপডেট নিউজ, ২য় রাউন্ড </b>
ছবি : সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা বাড়ায় পর্যায়ক্রমে ১৮টি ইউনিট সেখানে পৌঁছে।

এদিকে, আগুন নেভাতে ঘটনাস্থলে আসার পথে একটি ট্রাক ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দেয়। রাত ৩টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। পরে আহত কর্মীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখনও স্থিতিশীল, তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের কারণ এখনও নিশ্চিত করা হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অনুসন্ধান চলছে। এছাড়া সচিবালয়ে ফায়ার সার্ভিসের নিয়মিত মহড়া ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে, যা বিশেষভাবে তদন্ত করা হবে।

এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়